একদিনে ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৩৪

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, শনিবার, ২৭ মার্চ ২০২১ | ৪৮০

দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ৩৯ জনের মৃত্যু হয়েছে। গেল সাড়ে তিন মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৬৯-এ। এসময়ে নতুন আরো ৩ হাজার ৬৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৯১ হাজার ৮০৬-এ।

আজ শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেশের মোট ২২৪টির ল্যাবের তথ্য তুলে ধরে বলা হয়,  গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৬৬ হাজার ৬৯৪টি নমুনা।

গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৪ জন পুরুষ আর নারী ১৫ জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন। মৃতদের ২৫ জনেরই বয়স ছিল ৬০ বছরের বেশি, ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরে মধ্যে, একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং তিনজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। 

মৃতদের মধ্যে ২৮ জন ঢাকা বিভাগের, পাঁচজন চট্টগ্রাম বিভাগের, দুজন করে মোট চারজন রাজশাহী ও খুলনা বিভাগের, এবং একজন করে মোট দুজন সিলেট ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। জনস হপকিন্সের হিসাব অনুযায়ী, বিশ্বে শনাক্তের দিক থেকে বাংলাদেশ ৩৪তম এবং মৃতের সংখ্যায় ৪০তম অবস্থানে রয়েছে।