মির্জাপুরে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাকে সংবর্ধনা

মির্জাপুর ( টাঙ্গাইল )প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, শনিবার, ২৭ মার্চ ২০২১ | ৬৬৯

টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা মো. জবেদ আলী (৭৬) ও বীরাঙ্গনা রবিজান বেওয়া (৬৫) কে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র চন্দ্র পুলক, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ামর‌্যান মো. জহিরুল হক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

পরে অতিথিবৃন্দ অনুষ্ঠানে সংবর্ধিতদের ক্রেষ্ট প্রদান করেন।