টাঙ্গাইলে নারীর পেটে ২৫ কেজি টিউমার


এক নারী রোগীর পেট থেকে প্রায় ২৫ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে অপারেশনের মাধ্যমে এ টিউমার অপসারণ করা হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগ সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলার মনোহরা গ্রামের গৃহবধূ রাজিয়া আক্তার (৪৬) গত ১ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তার ডায়াবেটিস, প্রেসার ও ওভারিয়ান (ডিম্বাশয়ে) টিউমার ছিল।
ডায়াবেটিস ও প্রেসারের মাত্রা অতিরিক্ত থাকায় তখন অপারেশন করা যাচ্ছিল না।
ডায়াবেটিস ও প্রেসার নিয়ন্ত্রণে আনার পর মঙ্গলবার হাসপাতালের গাইনী ইউনিট—১ এর ডা. রেহানা পারভীনের অধীনে ওই নারীর অপারেশনের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। টিউমারের ওজন প্রায় ২৫ কেজি।
রাজিয়া আক্তারের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।