কালিহাতীতে মানবাধিকার কমিশনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা,র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে ।
১০ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা মিয়ার সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল ও জামালপুর অঞ্চলের আঞ্চলিক সমন্নয়কারী কৃষিবিদ আলহাজ্ব মীর মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা ওয়াজেদ আলী, উপজেলা নাগরিক উদ্যোগের এরিয়া ম্যানেজার ফজিলা আক্তার লিলি, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর শিখা রানী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান তুহিন প্রমুখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক সাংবাদিক মনির হোসেন ।