কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে পরিচিতি অনুষ্ঠান


মির্জাপুর কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবাগত ছাত্রীদের ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করে পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলেজ ক্যান্টিন মিলনাযতনে এই পরিচিাতি অনুষ্ঠিত হয়।
পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যান সংস্থার পরিচালক (শিক্ষা ) ২১ শে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক প্রতিভা মৎসুদ্দি।
নবাগত ছাত্রীদের শপত বাক্য পাঠ করান কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এম এ জালিল। কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিমের সভাপতিত্বে এক আলেচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা করেন কুমুদিনী কল্যান সংস্থার পরিচালক স্বম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, অভিভাবক সৈয়দ মুক্তার হোসেন, মিতা বকশি, প্রবীন ছাত্রী সুমাইয়া রহমান, নবাগত ছাত্রী নিশাত নাবি বিদেশী ছাত্রী সৌভিয়া মুক্তার প্রমুখ।