বাংলাদেশ আজ সব সূচকে পাকিস্থানকে পিছিয়ে অদম্য গতিতে এগিয়ে চলছে - কাদের

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরস্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ১৪ মার্চ‘‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ: উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যেগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিএ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পর অনেকে ভেবেছিল এদেশটিকে থাকতে পারবে না। এখন সেই দেশ পারমানবিক বোমা ছাড়া আর্থ-সামাজিকসহ সব সূচকে পাকিস্থানকে পিছিয়ে অদম্য গতিতে এগিয়ে চলছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেনজাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ওজাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক, বিশিষ্ট কবি ও সাংবাদিক মিনার মনসুর।
স্বাগত বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়েস্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুব্রত ব্যানার্জীও ড. রোকসানা হক রিমি। আলোচনা সভায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সরাসরি ও শিক্ষার্থীরা ভার্চুয়ালিঅংশগ্রহণ করেন।