হরিণাকুন্ডেু ট্রেন দূর্ঘটনায় নিহত ১


মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কেটে মারা গেলেন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শিতলী গ্রামের আইয়ূব হোসেন (৫৫)। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে যশোরের নওয়াপাড়া রেল স্টেশনে।
নওয়াপাড়া হিমালয় সিমেন্ট কোম্পানীর কর্মচারী আইয়ূব হোসেন হরিণাকুন্ডু উপজেলার শিতলী গ্রামের আক্কাচ আলী মন্ডলের ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে আইয়ূব হোসেন তার ছেলে রাশিদুল ইসলাম বাচ্চুর কাছে বিকাশে টাকা পাঠিয়ে নওয়াপাড়া রেল লাইনের উপর দিয়ে মোবাইলে কথা বলতে বলতে অফিসে ফিরছিলেন।
এ সময় একটি খুলনা অভিমুখি দ্রুতগামী ট্রেনে কেটে তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। খবর পেয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে অনুষ্ঠানিকতা শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
মঙ্গলবার ভোরে নিহত আইয়ূবের লাশ শিতলী গ্রামে পৌছালে তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। স্থানীয় কাপাশহাটিয়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বর নায়েব আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।