কালিহাতীতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন


টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি ঘোষিত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতাসহ শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবী বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
৯ জানুয়ারি সকাল ১১টায় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আয়োজনে কালিহাতী বাসষ্ট্যান্ডে ১১ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,বাকশিক কালিহাতী উপজেলা শাখার সাধারন সম্পাদক বাবর আলী তালুকদার, বাকশিক কালিহাতী কলেজ শাখার সভাপতি মজিবর রহমান মিয়া ও সাধারন সম্পাদক তারিকুল ইসলাম,কালিহাতী কলেজের শিক্ষক আইয়ুব আলী খান প্রমুখ ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা আক্তারের নিকট স্মারকলিপি প্রদান করে ।