টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষক মাঠদিবস অনুষ্ঠিত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৬:৩২ পিএম, বুধবার, ১০ মার্চ ২০২১ | ৪০৪

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় কৃষকদের মাঠদিবস ও রিভিউ ডিসকাসন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৯ মার্চ) বেলা সাড়ে তিনটায় দেলদুয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলার দেউলী ইউনিয়নের ঝুনকাই মাদ্রাসা মাঠে ২০২০-২১ অর্থ বছরে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত এসএমই প্রদর্শনীর মাঠদিবস ও রিভিউ ডিসকাসন অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি মেম্বর মোহাম্মদ আলীর সভাপতিত্বে মাঠদিবস ও রিভিউ ডিসকাসন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা কৃষি অফিসার শোয়েব মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নিয়ন্তা বর্মন।

এসময় উপস্থিত ছিলেন দেউলী ইউনিয়নের বাবুপুর ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার দেলোয়ার হোসেন, দেউলী ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার ফারহানুল কবির ও মাইঠান ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার মেহেদী হাসান প্রমুখ।

মাঠদিবস ও রিভিউ ডিসকাসন অনুষ্ঠানে ঝুনকাই গ্রামের তিন শতাধিক কৃষক ও কৃষাণী উপস্থিতি ছিলেন।