মির্জাপুরে জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০১ পিএম, শনিবার, ১২ আগস্ট ২০১৭ | ৫০১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল এগারোটায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মীসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির।

মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. সিবার উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন আহমেদ, তরফপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন, মহেড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, মির্জাপুর উপজেলা যুব সংহতি সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।

২০০৮ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচনে এ উপজেলায় জাতীয় পার্টি অংশ না নেয়ায় জাতীয় পার্টির অধিকাংশ নেতাকর্মী ঝিমিয়ে পড়েছে উলে­খ করে উপস্থিত নেতাকর্মীরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে জাতীয় পার্টির প্রার্থী দেয়ার আহŸান জানান। সভায় নেতাকর্মীরা দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়