উন্নত চিকিৎসার অভাবে ভুগছেন বেজ বাবা সুমন


দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন দেশের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী বেজ বাবা সুমন। গত বছর চিকিৎসার জন্য তার জার্মানি যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেখানে যাওয়ার অনুমতি মেলেনি। তাই আটকে আছে উন্নত চিকিৎসা।
এতে করে মারাত্মক আকার ধারণ করেছে সুমনের শারীরিক অবস্থা। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ।
তার পরিবার থেকে চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু করোনার কারণে এখনো বন্ধ রয়েছে জার্মানের ভিসা। এক্ষেত্রে তারা প্রত্যাশা করছেন সহসাই ভিসা চালু না হলে সরকারের দ্বারস্থ হবেন জরুরি ভিসায় সুমনকে জার্মানে নিয়ে যেতে।
সুমনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
সুমন সর্বশেষ ২০১৮ সালে অসুস্থ অবস্থায় একটি গান করেছিলেন। ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় সেই গান শ্রোতা-দর্শককে মুগ্ধ করেছে।