কালিহাতীতে ৩ দিনব্যাপি লালন মেলা সমাপ্ত

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৬ পিএম, রোববার, ৭ জানুয়ারী ২০১৮ | ৫৫৪

টাঙ্গাইলের কালিহাতীতে ৩ দিনব্যাপি সাধু সম্মেলন ও লালন মেলার সমাপ্তি ঘটেছে ।

মানুষ ভজলে সোনার মানুষ হবি ধ্বনিতে উপজেলার বাগুটিয়া কেন্দ্রীয় সাধু সংঘের উদ্যোগে ৪,৫ ও ৬ জানুয়ারি পর্যন্ত উক্ত লালন মেলা অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত লালন মেলায় সারাদেশ থেকে সাধু সজ্জন, গুরু গোঁসাই, পীর মাশায়েখ, বাউল, পাগল ও লালন ভক্ত অনুরাগিরা একত্র হয়েছিলেন সাধু সংঘের ওই অনুষ্ঠানে ।

তিন দিনব্যাপি লালন মেলায় লালন সাইঁজির বাণি ¯্রােতাদের নিকট গানে গানে প্রকাশ করেন উপ-মহাদেশের বিখ্যাত লালন সংগীত শিল্পী টুন টুন বাউল, চ্যানেল তারকা মিজানুর রহমান ভুট্টো, সাধু সংঘের উপদেষ্টা লিজু বাউলা ও উপদেষ্টা সুভাষ ক্ষেপাসহ কেন্দ্রীয় সাধু সংঘের সহযোগী সংগঠন সাধু সংঘ সাংস্কৃতিক জোটের অসংখ্য শিল্পী বৃন্দ ।

তিন দিনব্যাপি সাধু সম্মেলন ও লালন মেলা ৪ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ।
৫ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফবিসিসি আই’র চেয়ারম্যান আবু নাসের ও ৬ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান সমাপ্ত করেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ¦ হাসান ইমাম খান সোহেল হাজারী ।
স্বাগত বক্তব্য রাখেন, ওই সংগঠনের প্রতিষ্ঠাতা কালিহাতী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহ আলম প্রমুখ ।