খাগড়াছড়িতে ইউপিডিএফ’র ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

মোঃ শাহীন আলম, খাগড়াছড়ি সংবাদাতা
প্রকাশিত: ০৩:১২ পিএম, রোববার, ৭ জানুয়ারী ২০১৮ | ৪১৮
পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সংগঠক মিঠুন চাকমার শেষকৃত্য অনুষ্ঠান সাংগঠনিক ভাবে করতে বাধা এবং হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে ইউপিডিএফর ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
 
ভোর থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বেলা বাড়ার সাথে শহর কেন্দ্রিক পরিবহনের সংখ্যা বাড়ছে।
 
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন জানান, এখনও জেলার কোথাও অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি। পুলিশের নিরাপত্তায় ঢাকার নৈশকোচ গুলো শহরে আনা হয়েছে। সাজেকগামী পর্যটকবাহী পরিবহনগুলোতেও নিরাপত্তা দেয়া হবে।
 
অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও টহলে রয়েছে। অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন অনেকেই।
 
গত ৩ জানুয়ারী খাগড়াছড়ি সদরের ¯সুইচ গেইট এলাকায় প্রতিপক্ষের গুলিতে খুন হন ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা।
 
গতকাল দুপুরে সাংগঠনিক ভাবে তাকে শেষ শ্রদ্ধা জানাতে মিঠুনের লাশ স্বণির্ভর এলাকার অফিসে নিতে চাইলে প্রশাসন তাতে বাধা দেয়।
 
এর প্রতিবাদে শনিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।