আ,লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শামসুল হকের জন্মদিন পালিত


কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জিয়ারতের মধ্য দিয়ে বাংলার প্রখ্যাত রাজনীতিবিদ, ভাষা আন্দোলনের রূপকার এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শামসুল হকের জন্মদিন পালন করা হয়েছে।
সোমবার দুপুরে কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কদিমহামজানি কবরস্থানে জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদের সদস্যরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক আলিফ, সহ-সভাপতি আহাদ, অর্থ সম্পাদক ফাহাদ, যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মসিউর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, শামসুল হক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এক নিভৃত গ্রাম মাইঠান গ্রামে ১৯১৮ খ্রিষ্টাব্দের ১ ফেব্রুয়ারি তার মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি একই উপজেলার টেউরিয়া গ্রামে।