টাঙ্গাই‌লে হেরোইনসহ দুই মাদক ব‌্যবসায়ী গ্রেফতার

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:৫৮ পিএম, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ | ৫১৯
টাঙ্গাইলের মধুপুরে হেরোইনসহ দুই মাদক ব‌্যবসায়ীকে গ্রেফতার করেছে পু‌লিশ। এছাড়া মাদক ব‌্যবসায়ীদের ব‌্যবহৃত এক‌টি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া  ২২ গ্রাম হেরোইন দুই লাখ টাকার অ‌ধিক বলে জা‌নিয়েছে পু‌লিশ। 
 
বুধবার (২৭ জানুয়া‌রি) দুপুরে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। 
 
গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের মহিপুর (মিয়াপাড়া) গ্রামের মৃত সৌকত আলীর ছেলে হেলাল উদ্দিন (৪০) এবং মধুপুরের কাকরাইদ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (২২)।
 
এর আগে মঙ্গলবার (২৬ শে জানুয়ারি) পু‌লিশের এক‌টি দল কাকরাইদ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। 
 
মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল জানান, টাঙ্গাইল-ময়মন‌সিংহ সড়কের কাকরাইদ এলাকায় অভিযান চা‌লিয়ে ২২ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব‌্যবহৃত এক‌টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
 
তি‌নি আরো জানান, তাদের  বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বুধবার দুপুরে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।