ওবায়দুল কাদের ‘রাজাকার’ পরিবারের, মন্তব্য এমপি একারামুলের

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ | ৪৪৫

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে ‘রাজাকার’ পরিবারের বলে মন্তব্য করেছেন। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় এ হুমকি দেন তিনি। 

ভিডিওতে একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমি কথা বললে তো মির্জা কাদেরের বিরুদ্ধে বলব না, আমি বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে।  কয়েক দিনের মধ্যে নোয়খালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হলে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলব। 

এ সময় তিনি ফেসবুক লাইভে ওবায়দুল কাদেরকে ‘রাজাকার’ পরিবার বলে উল্লেখ করে বলেন, ‘একটা রাজাকার ফ্যামিলি এই পর্যায়ে আসছে তার ভাইরে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে কথা বলব যদি জেলা কমিটি না দেয়।’

পরবর্তীতে অবশ্য ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি। তবে এর আগেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।