মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৫ পিএম, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ | ৪৩৮

টাঙ্গাইলের মির্জাপুরে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে উপজেলার চানপুর এলাকায় অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

জানা গেছে, মির্জাপুরের বিভিন্ন এলাকায় ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে নদীর কিনারা এবং ফসলী জমির ক্ষতি করছে মাটি ব্যবসায়ীরা। খবর পেয়ে শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে চানপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানকালে গোড়াই খামারপাড়া গ্রামের রহিজ উদ্দিন সরকারের ছেলে মাটি ব্যবসায়ী নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন জনস্বার্থে এধরনের অভিযান চলবে।