টাঙ্গাইলে ৪র্থ বাংলা কবিতা উৎসব শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:৪০ পিএম, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮ | ৪৭১

এপার বাংলা ওপার বাংলার কবিদের মিলন মেলার মধ্য দিয়ে টাঙ্গাইলে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪র্থ বাংলা কবিতা উৎসব।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা কবিতা উৎসবের শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্জলন, জাতীয় পতকা উত্তোলন, জাতীয় সংগীত, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

৪র্থ বাংলা কবিতা উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য অালহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, ভারতের কবি অমৃত মাইতি, সৈয়দ কওসর জামাল, রণজিৎ দাশ, শ্যামলকান্তি দাশ ও বাংলাদেশের কবি আসাদ চৌধুরী, আলী ইমাম, আল মুজাহিদী ও বুলবুল খান মাহবুব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল। ৪র্থ কবিতা উৎসবের ১ম দিনের দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় ছয় পর্বের কবিতা পাঠ।