মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৯ এএম, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ | ৫৪০

টাঙ্গাইলের মির্জাপুরে ঝর্ণা একাব্বর হোসেন উচ্চ বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে লতীফপুর ইউনিয়নের ফিরিঙ্গিপাড়া গ্রামে ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়টির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন।

এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব  করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিসেস ঝর্ণা হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  ফারজানা রহমান, সাবেক অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ, লতিফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ

চলতি শিক্ষাবর্ষে বিদ্যালয়ে ৭০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। করোনা পরিস্থিতির কারনে ঘোষিত ছুটি শেষে তাদের পাঠদান শুরু হবে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশি মোহন সরকার জানান।