টাঙ্গাইলে নতুন করে ৮জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫০ পিএম, সোমবার, ১১ জানুয়ারী ২০২১ | ৬৭১

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে আটজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে চারজন, মির্জাপুরে দুইজন, সখীপুর ও ভুঞাপুরে একজন করে রয়েছেন।

এ নিয়ে আজ সোমবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৩৭৭৭ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৩জন। আরোগ্য লাভ করেছেন ৩৪৯০ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩৮ জন।

মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪১০২ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।