টাঙ্গাইলে মধুপুরে

ভয়াবহ অগ্নিকান্ড প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি

মধুপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮ | ৬৯২

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২ জানুয়ারী মঙ্গলবার ভোর ৪ টার দিকে মধুপুর পৌর শহরের জামালপুর মহাসড়কের আওয়ামীলীগ অফিস সংলগ্ন খন্দকার মর্টস নামে একটি মোটর পার্সের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। পার্শবতী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আগুন ছড়িয়ে পড়লে এতে বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শিরা জানান, ভোরে ঐ দোকানে আগুন দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে মধুপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে এসে এক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।

মধুপুর ফায়ার স্টেষনের কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১২ লক্ষ টাকার মতো হবে।