টাঙ্গাইলে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ | ৪৫৩

টাঙ্গাইলের গোপালপুরে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বাখুরিয়াবাড়ী গ্রামের তালেবের বাড়ি থেকে দুইটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এসময় তালেবকে (৩৮) গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তালেবকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে বাড়িতে গাঁজার চাষ করছিল। সেই গাঁজা বিভিন্ন স্থানে বিক্রি করতো। তালেব মাদক ব্যবসায়ী। 

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাকে শুক্রবার টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।