বাসাইলে সবজিভর্তি মিনি ট্রাক খাদে পড়ে চালক নিহত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:৪৭ পিএম, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ | ৫১৫

টাঙ্গাইলের বাসাইলে সবজিভর্তি একটি মিনি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার মটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক রেজাউল করিম বলেন, উত্তরবঙ্গ থেকে সবজিভর্তি একটি মিনি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে ট্রাক চালক ঘুমিয়ে পড়েছিল। এ সময় ট্রাকটি খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাক চালকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। ট্রাক চালকের লাশটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ট্রাকটির হেলপার আহত হয়েছে। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।