নাগরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন


“করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি” এই প্রতিপাদ্য সামনে রেখে ০৬ থেকে ০৮ ডিসেম্বও ২০২০ পরিবার পরিকল্পনা মা-শিশু-কৈশোর কালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শ্রিপা ।
স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উদ্যাপন উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজনে নিজ সভা কক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং করেছেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ-বিন- কাশিমের সভাপতিত্বে বক্তব্য দেন, ডা. প্রিয়াংকা দাস, ডা. মো. শরিফুল ইসলাম খান, পরিবার পরিকল্পনা অফিস সহকারী মো.চাঁন মিয়া প্রমুখ।
এ সময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাংবাদিকদের জানান, নাগরপুরের প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে পরিবার কল্যাণ সেবা পৌছে দেওয়া হবে।