সাংবাদিক এহসানুল হক শাহীনের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৫ এএম, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০ | ৪৪৯

টাঙ্গাইলে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এহসানুল হক খান শাহীনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

গতকাল সোমবার বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শাহীনের স্মৃতিচারন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভপতি খান মোহাম্মদ খালেদ, আতাউর রহমান আজাদ, সহ-সভাপতি কামরুজ্জামান খান, কবি মাহমুদ কামাল প্রমুখ। এসময় শাহীনের পরিবারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আকুর টাকুর পাড়া মৌলভীবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মো. মাহবুবুর রহমান খান দোয়া পরিচালনা করেন।