কালিহাতীতে রাজুর মতবিনিময় সভায় মানুষের ঢল


আসন্ন কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগের সহ- প্রচার প্রকাশনা সম্পাদক শরীফ আহামেদ রাজুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌরসভার কামার্থী গ্রামবাসীর আয়োজনে কামার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময়ে সাধারণ মানুষের ঢল নামে।
অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিন খান, রামেশ্বর কামার্থী গ্রামের মিনহাজ উদ্দিন, কামার্থী গ্রামের হায়দার আলী, গোলাপ মোস্তফা, জোবায়ের হোসেন জুয়েল,হাজী ইসমাইল হোসেন ও সাহেব আলী প্রমূখ। সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ সম্পাদক সোহেল রানা।
মতবিনিময়কালে মনোনয়ন প্রত্যাশী শরীফ আহামেদ রাজু বলেন আমি আপনাদের সাথে ছিলাম, আছি ও থাকবো। আমি আপনাদেরই ভাই, বন্ধু ও সন্তান। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি মানুষের জন্য।
রাজু আরও বলেন আমি দুঃসময়ে ছাত্রলীগ করেছি। অনেক হামলা মামলার শিকার হয়েছি। তাই আশা করি দল আমাকেই মনোনয়ন দিবে। মনোনয়ন পেলে অবশ্যই মেয়র নির্বাচিত হবো। সবাইকে সাথে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি আধুনিক পৌরসভা গঠন করবো।