দেশে করোনায় আরো ১৯ জনের মৃত্যু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:১২ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০ | ৩৮৬

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৬৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় মারা গেছেন ১৯ জন। 

করোনা পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জন।

এছাড়া আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ১১৫টি আরটি পিসিআর ল্যাবে ১৩ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫৩৯ জনের নমুনা। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ০৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৬ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ।

এদিকে ইউরোপ ও আমেরিকায় করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে দৈনিকই বাড়ছে রোগীর সংখ্যা। ইউরোপে মৃত্যু এরই মধ্যে ৩ লাখ ছাড়িয়ে গেছে। বাংলাদেশ সরকারও আশঙ্কা করছে, আসন্ন শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে। টিকা আসার আগপর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলাকেই প্রধান উপায় বলে পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।