কালিহাতীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা,আটক ২

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০৭:৫৭ এএম, সোমবার, ৯ নভেম্বর ২০২০ | ৬৬২

টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও দৈনিক মাতৃছায়া পত্রিকার উত্তর টাঙ্গাইল প্রতিনিধি ও টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আতোয়ার রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে কালিহাতী পৌরসভার বেতডোবা তার নিজ বাসার সামনে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় গুরুত্বর আহত সাংবাদিক আতোয়ার রহমান জানান, তার বেতডোবা বাসায় জবরদখল করে টিনের একটি গেট নির্মাণ করে প্রতিবেশী জোয়াহের ও তার দুই ছেলে মামুন, মাসুদ ও স্ত্রী লাইলী বেগম। এ গেট নির্মাণের প্রতিবাদ করায় রবিবার সকাল ৯ টায় দেশীয় দাঁড়ালো অস্ত্র দিয়ে আমাকে ও আমার দুই ছেলে দিপু এবং বাকীবিল্লার উপর সন্ত্রাসী হামলা চালায় প্রতিবেশী জোয়াহের, মামুন,মাসুদ ও লাইলী বেগম।

এদিকে এ ঘটনায় কালিহাতী প্রেসক্লাব তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এবিষয়ে কালিহাতী থানার এসআই করিম জানান, এঘটনায় মামুন এবং মাসুদ কে আটক করা হয়েছে।