প্রাথমিকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭ | ৪৭৯

এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে।  

৩০ ডিসেম্বর (শনিবার) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনীর ফলাফলের বিশ্লেষণ তুলে ধরে এ তথ্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

এর আগে এই দিন সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চারটি পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন।

ফলাফলে দেখা যায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ১৮ শতাংশ। আর এতে জিপিএ ৫ পেয়েছে দুই লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থী। অপরদিকে, ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করেছে ৯২ দশমিক ৯৪ শতাংশ। এতে জিপিএ ৫ পেয়েছে পাঁচ হাজার ২৩ শিক্ষার্থী।

গত ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৮ লাখ চার হাজার ৫০৯ জন এবং ইবতেদায়িতে দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় বসে। দুটো মিলিয়ে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

দুপুর ১টায় সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, এ দুটি পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। ছাত্রীরা গড়ে ৯৫ দশমিক ৪০ ভাগ পাস করেছে। অপরদিকে ছাত্ররা পাস করেছে ৯৪ দশমিক ৯৩ ভাগ।