মাদ্রাসার শিশু ছাত্রকে বলৎকার, শিক্ষক আটক

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫১ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | ৪৭৯

গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসার দশ বছরের শিশু ছাত্রকে বলৎকার করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষককে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেবাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কৃত ব্যক্তি হলেন নাটোর জেলার সিংড়া উপজেলার পুন্ডরি এলাকার ছটু মিয়ার ছেলে আব্দুল আজিজ (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রতি রাতের ন্যায় বলৎকার হওয়া শিশু ছাত্র তার পড়া লেখা শেষে ঘুমাতে যায়। রাত গভীর হলে ওই নরপশু শিক্ষক কৌশলে ঘরে প্রবেশ করে শিশু ছাত্রকে জোড় পূর্বক বলৎকার করে ভয় ভিতি পদর্শন করে বলে এ কথা যদি কারো কাছে প্রকাশ করস তুই হাফেজ হতে পারবি না। শুধু তা-ই নয় মেরে ফেলার হুমকিও দেয় ওই শিক্ষক।

সকাল হলে ছাত্র বাড়ি গেলে তার শরীর খারাপ দেখায় তার বাবা জিজ্ঞেস করে তোমার শরীর এমন মনে হচ্ছে কেন। পরে অনেক অনুরোধ করায় শিশু ছাত্র তাকে জোর পূর্বক বলৎকারের বিষয়টি খুলে বলে। পরে শিশুটির বাবা কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করলে তাৎক্ষনিক ওই নরপশু শিক্ষককে পুলিশ আটক করে।

এই ঘটনায় কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) রাজীব চক্রবর্তী বলেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।