মির্জাপুরে রিজভী ও টুকুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল


টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পৌর বিএনপির উদ্যোগে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে পৌর বিএনপির সহসভাপতি খন্দকার মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শামীম, মাহবুব হোসেন শিকদার, শহিদুর রহমান শহিদ, বিএনপি নেতা আলী হোসেন রনি, পৌর যুবদলের সভাপতি মো. সেলিম হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান শাহিন, ছাত্রদল নেতা হামিদুর রহমান লাঠু প্রমুখ বক্তৃতা করেন।