ঘারিন্দা ইউনিয়ন যুবলীগের কর্মী সভা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, রোববার, ১১ অক্টোবর ২০২০ | ৪৪৪

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচন উপলক্ষে আওয়ামী যুবলীগের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ঘারিন্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে সুরুজ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী যুুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক।

ঘারিন্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইলিয়াস খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব, শহর আওয়ামী যুবলীগের আহবায়ক মেহেদী হাসান ইমু, ঘারিন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল বারেক, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক আশরাফ আলী, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন তালুকদার।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার।