কালিয়াকৈরে বসত বাড়িসহ দোকানে অগ্নিকান্ড

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১৩ পিএম, সোমবার, ৫ অক্টোবর ২০২০ | ৫০৪

গাজীপুররে কালিয়াকৈরে অগ্নিকান্ডে দোকানসহ ৭ কক্ষ পুড়ে ছাই। উপজলোর হরণিহাটি এলাকায় সোমবার (৫ অক্টোবর) ভোরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। একটি বাড়ির আসবাবপত্রসহ ৭টি কক্ষ ও একটি মুদি দোকান পুড়ে গছে বলে জানা যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসেরে স্টেশন অফিসার মো. কবীরুল আলম জানান, হরণিহাটি এলাকার হাজী জাহাঙ্গীররে একটি বাড়িতে আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিসেরে দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আননে। এর মধ্যেই আগুনে ঘররে ৭টি কক্ষ ও একটি মুদি দোকান পুড়ে যায়। তবে, আগুনরে সূত্রপাতরে কারণ এখনো জানা যায়নি।