ভোলায় বজ্রপাতে নিহত ১, আহত ১


ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষনে বজ্রপাতে ফরহাদ হোসেন নয়ন(১৬) নামের এক প্রতিবন্ধি তরুন নিহত হয়েছে। এসময় বজ্রপাতের আঘাতে ফরহাদের বড় ভাই আনোয়ার হোসেন গুরুতর আহত হয়েছে এবং বজ্রপাতের নিহতের একটি গরু ও আঃ রহমান সিকদার নামের এক ব্যক্তির ২টি ছাগল মারা যায়।
ররিবার (৪অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম এওয়াজপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
ফরহাদ হোসেন নয়ন শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর গ্রামের মো.হোসেন পাটওয়ারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে প্রতিবন্ধি ফরহাদ গরু চড়াতে মাঠে রওয়ানা হলে পথিমধ্যে হঠাৎ বজ্রপাতে সে নিহত হয়। এসময় তার সাথে থাকা বড় ভাই আনোয়ার গুরুতর আহত হয়। এবং তাদের একটি ১ গরু ও পাশের আঃ রহমান সিকদারের ২টি ছাগল মারা যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা আনোয়ার হোসেন কে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শশীভূষন থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।