টাঙ্গাইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:৩৬ পিএম, শনিবার, ৩ অক্টোবর ২০২০ | ৫১২

টাঙ্গাইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামানের সভাপতিত্বে ও কার্যালয়ের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, ডব্লিউএইচও এর সার্ভিলেন্স এন্ড ইম্প্যনাইজেশন মেডিকেল অফিসার ডা. রিফাত মো. আরেফিন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. সোলায়মান হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

৪ অক্টোবর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর পক্ষকালব্যাপী এ কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতিটি ওয়ার্ডে ৮টি করে ও জেলায় সর্বমোট ৩০১৬টি কেন্দ্র করা হবে। এ বছর ৪ দিন নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইনে নিয়োজিত কর্মী সংখ্যা ৭২৩৯জন। এর মধ্যে স্বাস্থ্য সহকারী ৩৮৫, পরিবার কল্যাণ সহকারী ৩৭৭, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ৪১৯, পৌরকর্মী ২৬, ভলান্টিয়ার ( প্রতি কেন্দ্রে ২জন হিসেবে) ৬০৩২জন।

এছাড়াও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের ৫১৪ জন তদায়ককারী ক্যাম্পেইনের কাজ পর্যবেক্ষণ করবেন। আয়োজিত ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৫৪ হাজার ৮০০ শিশুকে একটি করে নীল রংয়ের (১ লাখ আই.ইউ) ও ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার শিশুকে একটি করে লাল রংয়ের (২ লাখ আই.ইউ) ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।