নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ


টাঙ্গাইলের কালিহাতীতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নদী ভাঙ্গন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, অর্থের চেক বিতরণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন, অর্থের চেক ও গো খাদ্য বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টো, খন্দকার আব্দুল মাতিন, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি পরিতোষ সেন, সমাজ কল্যাণ সম্পাদক সুশান্ত ঘোষ প্রমূখ।