পঞ্চগড়ে পানিবন্দী ১৫০০ মানুষের মাঝে খাবার বিতরণ

মো. আমিরুল ইসলাম, পঞ্চগড়
প্রকাশিত: ০৩:০২ পিএম, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ | ৪৯১
পঞ্চগড়ে টানা বৃষ্টিতে পানিবন্দী দেড় হাজারেরও অধিক মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ।
 
গতকাল রোববার বিকেলে ওই ইউনিয়নের বামনের কামাত, প্রধানপাড়া, ভলা বোসোনিয়া, উত্তর খালপাড়া, দক্ষিণ খালপাড়া, নায়েক পাড়া, দেউনিয়াপাড়া, অমরখানা ও বৈরাগীপাড়া এলাকার বন্যায় পানিবন্দী পরিবারের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বুলেটসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।