কুমদিনী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮ পিএম, বুধবার, ২১ মার্চ ২০১৮ | ৯৪৮

জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, বিএনসিসি ও ক্রীড়াবিদদের মার্চ পাস্ট, শপথ গ্রহন, কবুতর অবমুক্ত করণ এবং অলিম্পিক মশাল প্রজ্বলন এর মধ্য দিয়ে টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

২০ মার্চ মঙ্গলবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরিফা রাজিয়া। উদ্বোধনের পর বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এসময় পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শরিফা রাজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবদুল মান্নান ও শিক্ষক পরিষদের সম্পাদক সোহেল রানা খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুর রহমান। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

তনয় কুমার বিশ্বাস/এমএমআর