নাগরপুরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু


খেলার সময় বাড়ির পাশের ডোবার পানিতে পরে ৪ বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। নিহত শিশু টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের কাঠুরি গ্রামের আজিজ মিয়ার মেয়ে মাফিয়া আক্তার (৩)।
শিশুটির বাবা আজিজ মিয়া জানান, শনিবার দুপুরে খেলা করতে গিয়ে বাড়ির কাছের ডোবার পানিতে পড়ে যায় মাফিয়া। পরে নিহতের মা ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নাগরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা. শাহেদ আল ইমরান তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ডা. শাহেদ আল ইমরান বলেন, শিশুটিকে আমাদের কাছে মৃত অবস্থায় দুপুর ২.৪০ মিনিটের সময় আনা হয়েছিল। মাফিয়ার পরিবার আমাদের বলেছেন শিশুটিকে ডোবার পানি থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। তাই আমাদের ধারনা শিশুটি ঘটনা স্থলেই পানিতে ডুবে মারা গেছেন।