কালিহাতীতে নতুন করে সর্বোচ্চ ২৩ জন করোনায় আক্রান্ত


টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সহকারী শিক্ষা অফিসার ও শিক্ষক সহ নতুন করে সর্বোচ্চ ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দঁাড়ালো ১৯২ জনে। এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ৯০ জন, চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন এবং মারা গেছেন ৩ জন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান।
নতুন আক্রান্তরা হলেন, কালিহাতী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন (২৯), উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল আউয়াল খান (৫১), ইসরাত জাহান (৩৩), উপজেলা শিক্ষা অফিসের অফিস সহায়ক বাবলু রহমান (৪৬), মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফিয়া (৪৪), কুচুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান (৪৫), রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান মোহাম্মদ শহীদুল্লাহ (৩৯), সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন (৪১), বল্লা ইউনিয়নের বল্লা গ্রামের হাজেরা সুলতানা (৪০), এলেঙ্গা পৌরসভার এলেঙ্গা গ্রামের হাসিবুল লতিফ (২৮), শিমু তালুকদার (৩২), মেঘ (১২), লাম (৭) রাজাবাড়ী গ্রামের শাহাদত (৩৫), পারখী ইউনিয়নের ভন্ডেশ্বর গ্রামের শাহ আলম (২৫), নারান্দিয়া ইউনিয়নের কুড়ুয়া গ্রামের ইকবাল হোসেন (৬০), কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামের মোজাফর (৬০), নিলুফা ইয়াসমিন (৫০), কালিহাতী গ্রামের আব্দুল সাত্তার (৫৫), প্রিন্স (৪৫), নাগবাড়ী ইউনিয়নের সোমজানী গ্রামের স্বপন সূত্রধর (৪০), সিলিমপুর গ্রামের রুবেল (২৩) ও রহিমা (৪০)।
নতুন আক্রান্ত সকলেই তাদের নিজ নিজ বাসায় হোম আইসোলেশনে থাকবে বলেও জানা গেছে।