ডিএনসিসি উপনির্বাচনে জন্য পেছাচ্ছে এসএসসির দুই পরীক্ষা

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:১২ পিএম, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭ | ৪৫৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ও এই সিটির সাথে ১৮টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডে সাধারণ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাথে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর ও এর ৬টি সংরক্ষিত ওয়ার্ডে সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা বোর্ডের এসএসসি ও সমমানের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি নির্ধারিত পরীক্ষার সময় সূচি পরিবর্তন করা হচ্ছে।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে মঙ্গলবার সকালে তিনটি বোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক; বাংলাদেশ মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড)-এর চেয়ারম্যান ও ঢাকা বোর্ডের কন্ট্রোলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, তিন বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা বোর্ডের কন্ট্রোলারের সঙ্গে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি তারিখের এসএসসি ও সমমানের পরীক্ষা মার্চের নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এতে তারা সম্মত হয়েছেন।

এই নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনী জটিলতা নেই উল্লেখ করে তিনি বলেন, জটিলতা থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ নির্বাচন করার জন্য অনুরোধ করা হতো না।

তফসিল ঘোষণার আগেই নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, আমরা তফসিল ঘোষণা করার এক সপ্তাহ আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সব ধরণের প্রচার প্রচারণার ব্যানার, ফেস্টুন সরিয়ে ফেলার জন্য চিঠি দেবো।

সূত্র জানায়, এর আগে ডিএনসিসি ও ডিএসসিসি’র সঙ্গে নতুন ৩৬টি ওয়ার্ড যুক্ত করে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ওয়ার্ডগুলোতে নির্বাচন অনুষ্ঠানের জন্য ২০ আগস্ট এ সংক্রান্ত গেজেট ইসিতে পাঠানো হয়। কিন্তু ওই চিঠির পর কমিশন সেগুলোর নির্বাচন অনুষ্ঠানে তেমন গুরুত্ব না দিলেও সম্প্রতি ডিএনসিসি’র মেয়র আনিসুল হকের আকস্মিক মৃত্যুতে আইনি বাধ্যবাধকতা থাকায় এ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি।

নির্বাচনের তারিখ সম্পর্কে তিনি বলেন, আমরা আগেই বলেছি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ করা হবে শেষ সপ্তাহে। ২৪ তারিখের পরে যেকোনো দিন এ নির্বাচনের তারিখ হতে পারে। কমিশন বৈঠকে এটি ঠিক করা হবে।