কালিহাতীতে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, বুধবার, ২৬ আগস্ট ২০২০ | ৫১৪

দটাঙ্গাইলের কালিহাতীতে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করনের জন্য অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কালাজ্বর নিমর্ূল কর্মসূচি সিডিসি’র আয়োজনে এবং এসেন্ড বাংলাদেশ’র সহযোগিতায় ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।

এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, এসেন্ড বাংলাদেশ’র এসএমও ডা. মীর মাহবুব সাদিক, কীটতত্ত্ববিদ মোসাদ্দেকুর রহমান মুন্না, আসাদুজ্জামান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সজীব হাসান প্রমূখ।