মির্জাপুরে মাস্ক না পড়ায় ৯ ব্যক্তিকে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ | ৩৪৩

টাঙ্গাইলের মির্জাপুরে মাস্ক না পড়ে বাইরে চলাচলের কারনে ৯ ব্যক্তিকে জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুড়ে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেন এ জড়িমানা করেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে ঘরের বাইরে আসলে মাস্ক পড়তে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে। কিন্তু নির্দেশনা অমান্য করে মাস্ক না পড়েই বাইরে আসার প্রবনতা লক্ষ করে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত সদরে অভিযান চালায়।

এসময় মাস্ক না পড়ায় ৯ ব্যক্তিকে ২ হাজার ৩ শত টাকা জড়িমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেন বলেন, মানুষকে সচেতন করতে এবং স্বাস্থবিধি মেনে চলা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।