জাতীয় শোক দিবস উপলক্ষে দেবীগঞ্জে মৌন শোক অবস্থান কর্র্মসূচী পালিত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৮ পিএম, শনিবার, ১৫ আগস্ট ২০২০ | ৪২৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় মৌন শোক অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। 
 
শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে বিজয় চত্বর  সংলগ্ন এই মৌন শোক অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
 
১৫ মিনিট মৌন শোক অবস্থান কর্মসূচী শেষে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি পরিমল দে সরকার, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বর্মন, যুগ্ন সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক নির্মল কুমার শর্মা, যুগ্ম সম্পাদক কমল রায়, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায়, প্রভাষক প্রম চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নবীন চন্দ্র রায় সহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।
 
এসময় বক্তারা বলেন, ১৫ই আগষ্টে জাতীর পিতার মৃত্যুতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়। তাঁর শূন্যতার কারণেই অসাম্প্রদায়ীক বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা আজ সংকটাপন্ন। জাতীর পিতার হত্যাকারীরা পৃথিবীর যেখানেই থাকুক তাদের ধরে এনে দ্রæত শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার সকল সদস্য বৃন্দ ও সাধারণ মানুষ মৌন শোক অবস্থান কর্মসূচীতে অংশগ্রহন করেন।