নাগরপুরে থানা কমিউনিটি পুলিশিং প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নাগরপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১০ পিএম, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭ | ৪৭০

টাঙ্গাইলের নাগরপুরে থানা কমিউনিটি পুলিশিং প্রতিনিধি সম্মেলন -২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে নাগরপুর থানা পুলিশ ও থানা কমিউনিটি পুলিশিং কমিটি এ প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খন্দকার আবদুল বাতেন এমপি , বিশেষ অতিথি টাঙ্গাইলের পুলিশ সুপার, মাহবুব আলম পিপিএম, উপজেলা নিবাহী অফিসার আসমা শাহীন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরিফুল হক.জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. আনিসুর রহমান, নাগরপুর কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. রফিকুল ইসলাম,রৌশনরা মাসুদা, মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান মো.ছিদ্দিকুর রহমান, এসময় উপস্থিত ছিলেন ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, সুধী মহল, সাংবাদিকসহ সর্ব স্তরের ব্যাক্তিবর্গ।