বর্তমান সরকার ব্যাংকিং সেবা জনগনের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে.-কৃষি-মন্ত্রী


কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমান সরকার ব্যাংকিং সেবা জনগনের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে। প্রায় প্রতিদিনই দেশের প্রত্যেন্ত অঞ্চলে বিভিন্ন ব্যাংকের নতুন নতুন শাখা উদ্বোধন করা হচ্ছে। মাত্র ১০ টাকা দিয়ে দেশের দরিদ্র শ্রেণীর মানুষ ব্যাংক হিসাব খুলতে পারছে।
এসময় মন্ত্রী আরো বলেন, ব্যাংকের গ্রাহক ,কৃষক থেকে শুরু করে সকল ধরনের মানুষ যাতে খুব ভালো স্বচ্ছ পরিষ্কার ব্যাংকিং সেবা পায় এি বষয়ে তিনি ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দেন।
ঊুধবার (৫ আগষ্ট ২০)ইং কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি টাঙ্গাইলের ধনবাড়ীতে অগ্রণী ব্যাংকের শাখা উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
অগ্রণী ব্যাংকের ময়মনসিংহ সার্কেলের মহা ব্যবস্থাপক শফিকুর রহমান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত্, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামস উল ইসলাম, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, সহকারী কমিশনার ভূমি সাইদা খানম, পৌর মেয়র খনন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেলাল, যুবলীগ সভাপতি মনিরুজ¥ান বকল, অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, নিজাম উদ্দিন চৌধুরী, অগ্রণী ব্যাংক টাঙ্গাইলের উপ- মহা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আবু হাসান তালুকদার, ধনবাড়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লাল মিয়া সহ ব্যাংক ও স্থানীয় ব্যবসায়ী সহ রাজনৈতিক ব্যাক্তিরা ।