এবারও শোলাকিয়ায় ঈদের জামাত হচ্ছে না

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:১১ পিএম, শুক্রবার, ৩১ জুলাই ২০২০ | ৬২৮

গত মার্চ থেকে দেশে কভিড পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আমূল পরিবর্তন যোগ হয়েছে প্রাত্যহিক রুটিনে। উৎসব থেকে আচার অনুষ্ঠান পালনের পরিসরও সীমিত হয়ে এসেছে। গত ঈদুল ফিতরে করোনা পরিস্থিতির কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। একই কারণে এবারও অনুষ্ঠিত হচ্ছে না ঈদুল আজহার জামাত।

সম্প্রতি শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি অনলাইন বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়।

অবশ্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খোলা মাঠে নামাজ পড়া বন্ধের নির্দেশনা থাকায় শোলাকিয়ায় ১৯২তম ঈদ-উল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না। বন্ধ থাকবে ঈদগাহ সংলগ্ন মসজিদটিও। তবে বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি অনলাইন বৈঠকে আরো সিদ্ধান্ত নেয় যে, ঈদের দিন মুসল্লিরা বাড়ি থেকে নিজস্ব জায়নামাজ নিয়ে আসার পাশাপাশি মাস্ক পরে নামাজ পড়তে যাবেন। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে এক কাতার ফাঁক রেখে মসজিদে নামাজে আদায় করবেন।