টাঙ্গাইলে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৬:২১ পিএম, সোমবার, ২৭ জুলাই ২০২০ | ৪৬৬

টাঙ্গাইলে করোনাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে সাংবাদিকদের অনুদানের চেক প্রদান করা হয়েছে।

টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সোমবার দুপুরের দিকে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

অনুষ্ঠানে টাঙ্গাইলে কর্মরত ৪৪ জন সাংবাদিককে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।