কালিহাতীতে সামাজিক প্রতিহিংসায়

মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছে এক ব্যবসায়ী

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১১ পিএম, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭ | ৪৭৭

টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছে আমজাদ হোসেন নামের এক ব্যবসায়ী ।
সরেজমিনে জানাযায়, কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের ছুনুটিয়া গ্রামের আমজাদ হোসেন সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ নেয়াসহ ওই এলাকার সাধারন মানুষের সকল সমস্যা সমাধানে নিঃস্বার্থে ন্যায়বিচার করে এলাকায় একজন বিশ্বস্ত মানুষ হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে।

সেই জনপ্রিয়তাকে ক্ষুন্ন করার ষড়যন্ত্রে মেতে ওঠে একই গ্রামের প্রভাবশালী মোতালেব তালুকদার, সাইফুল ,কামাল গংরা। তারই ধারাবাহিকতায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমজাদ চেয়ারম্যান প্রার্থী হলে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তাকে পরাজিত করেও এলাকার সাধারন মানুষের নিকট থেকে তার জনপ্রিয়তা ক্ষুন্ন করতে পারেনি মোতালেব গংরা।

তারা সমাজে বিভিন্নভাবে বিশৃংখলা সৃষ্টি করাসহ নানা ধরনের সিন্ডিকেট নিজেরাই তৈরী করে সকল দোষ ফেলে আমজাদের উপর। তারই পরিপ্রেক্ষিতে গত ১৯ ডিসেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০ ডিসেম্বর সহদেবপুর গ্রামের ফরিদ,জাহাঙ্গীর,রাজা,আলমের সাথে ছুনুটিয়ার মোতালেব,কামাল ও সাইফুলদের হাতাহাতি হয়।

এ ঘটনায় মোতালেবের চাচাত ভাই সাইফুল বাদী হয়ে সামাজিক প্রতিহিংসায় আমজাদকে ফাঁসানোর উদ্দেশ্যে ১নং আসামী করে মিথ্যা মামলা দায়ের করে। অথচ উক্ত হাতাহাতির ঘটনার বিষয়ে আমজাদ কিছুই জানেন না।

এ ঘটনায় নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, আমজাদ একজন সফল ব্যবসায়ী ও ভালো মানুষ। তারা আরো জানান মোতালেব,সাইফুলরা সমাজের খারাপ মানুষ। তাদের ভয়ে গ্রামের কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। তারা সমাজের মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে থাকে।

একমাত্র তার অপকর্ম ও অন্যায়ের বিরুদ্ধে আমজাদ প্রতিবাদ করতে পারে। এজন্যই আমজাদকে ফাঁসানোর জন্য তার বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে।

গ্রামবাসী এ মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমজাদ ও তার ছেলেকে এ মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য থানা প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।