নাগরপুরে

জমি বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ,আহত ৪

নাগরপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩১ পিএম, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭ | ৫৩০

টাঙ্গাইলের নাগরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার গয়হাটা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে।

আহতরা হচ্ছে মৃত. ইনসাব আলীর তিন ছেলে জাবেদ আলী মুন্সি (৭০), আবু তালেব (৬৫), আব্দুল মালেক (৬০) ও জিন্নত আলীর ছেলে বেনি আমিন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্্ের ভর্তি করে।

এলাকাবাসী ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, গোপিনাথপুর গ্রামের মৃত. ইনসাব আলীর ছেলে জাবেদ আলী মুন্সি ও তার ভাইদের সাথে তাদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ একটি জমিতে মো. জিন্নত আলী তার দলবল নিয়ে পরিকল্পিত ভাবে গত মঙ্গলবার মাশকালাই তুলতে যায়।

সংবাদ পেয়ে বড় ভাই জাবেদ আলী মুন্সিসহ অন্যান্য ভাইয়েরা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় জিন্নত আলী ও তার মেয়ের জামাতা হাসান দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে জাবেদ আলী মুন্সি ও অন্য ভাইদের উপর হামলা চালায়। এতে জাবেদ আলী মুন্সি, আবু তালেব ও আব্দুল মালেক গুরুত্ব আহত হয়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ্য পরিবারের আবু তালেব বাদী হয়ে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

ক্ষতিগ্রস্থ্য পরিবার আরো জানান, জিন্নত আলী ও তার মেয়ের জামাতা কোদালিয়া গ্রামের কালাম মন্ডলের ছেলে হাসান, হাসানের ছেলে হাবিব, মোস্তাফিজুর, হাসানের স্ত্রী জয়নব পরিকল্পিত ভাবে বিরোধপূর্ণ জমিতে জোড়পূর্বক মাশকালাই তুলতে যায়।

এতে জাবেদ আলী মুন্সি ও তার অন্য ভাইয়েরা বাঁধা দিলে  জিন্নত আলী ও তার মেয়ের জামাতা কোদালিয়া গ্রামের কালাম মন্ডলের ছেলে হাসান, হাসানের ছেলে হাবিব, মোস্তাফিজুর, হাসানের স্ত্রী জয়নব, গোপিনাথপুর গ্রামের নুয়াইর ছেলে নবু, জিন্নতের ছেলে বেনি আমিন, দুলাল, বেনি আমিনের স্ত্রী শারমিন, হাকিমের স্ত্রী ফুলবানুসহ অন্যান্য লাঠিয়াল বাহিনী মিলে জাবেদ আলী মুন্সি ও তার অন্য ভাইদের উপর হামলা চালিয়ে জাবেদ আলী মুন্সি, আবু তালেব ও আব্দুল মালেককে গুরুত্বর আহত করে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করা হয়।

তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নাগরপুর থানার উপ-পরিদর্শক এস আই মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোবিনাথপুর গ্রামের ঘটনায় উভয় পক্ষের অভিয়োগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।